পুজোয় লাগাতার কোভিড টেস্ট করা হবে উত্তরবঙ্গ জুড়ে

সামনেই উৎসবের মরশুম। কেনাকাটা করতে রাস্তায় বেরিয়ে পড়েছেন সাধারণ মানুষ। কেউ স্বাস্থ্যবিধি মানছেন, কেউ আবার স্বাস্থ্যবিধির তোয়াক্কা না করেই ঘুরে বেড়াচ্ছেন। যার জেরে ভয়ানক ভাবে করোনা ছড়িয়ে পড়ার আশাঙ্কা করছেন চিকিৎসক মহল থেকে পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দফতর। উত্তরবঙ্গের দায়িত্বে থাকা স্বাস্থ্য দফতরের ও এস ডি ডঃ সুশান্ত রায় জেলা প্রশাসনের কর্তা এবং স্বাস্থ্য দফতরের আধিকারিকদের নিয়ে বৈঠক করেন।

তিনি সাংবাদিকদের জানান, উৎসব মরসুমে স্বাস্থ্যবিধি মানা না হলে রায়গঞ্জে মানুষের মধ্যে সংকট দেখা দিতে পারে। তাই পুজো প্যান্ডেলে করোনা পরীক্ষা করা না হলেও জনবহুল এলাকায় করোনা পরীক্ষা করা হবে। হাতে হাতেই সেই রিপোর্ট পাওয়া যাবে। কোন ব্যক্তির করোনা ধরা পড়লে ততক্ষনাৎ তাকে সেখান থেকে সরিয়ে ফেলা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *