পাট আর ট্রাম – দুই–ই বাংলার ঐতিহ্য। দীপাবলি থেকেই কলকাতার রাস্তায় ঘুরে বেড়াবে ‘পাট রানী’। ট্রামের নাম দেওয়া হয়েছে ‘পাট রানী’। পাটের তৈরি ব্যাগ, ঘর সাজানোর সরঞ্জাম, বাহারি জিনিস এসব নিয়েই এবার কলকাতা চলবে ওই ট্রামটি। জানালেন রাজ্য পরিবহন দপ্তরের ম্যানেজিং ডিরেক্টর রাজনবীর সিং কাপুর।
বার্তা দেবে, যে প্লাস্টিকের বদলে পাটের জিনিস ব্যবহার করলে দূষণ কমবে অনেকটাই। ট্রামে পাটের যে সামগ্রি মিলবে, সেগুলো তৈরি করছেন প্রেসিডেন্সি এবং দমদম জেলের বন্দিরা। একে তো দেশীয় ঐতিহ্য অন্যদিকে পরিবেশ বান্ধব আর রুচিসম্মত হওয়ায় এসব পণ্য কিনতে তরুণ প্রজন্মের ভিড় ছিলো চোখে পড়ার মতো।