মোদী সরকার প্রণীত নতুন আইনের বিরুদ্ধে সুর চড়ালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের মূল্যবৃদ্ধি নিয়ে পরিস্থিতি পর্যালোচনা করতে শুক্রবার তৃণমূল জরুরি বৈঠকে বসছে বলেও মুখ্যমন্ত্রী জানিয়েছেন। কেন্দ্রীয় সরকার যাতে অবিলম্বে নয়া কৃষি আইন প্রত্যাহার করে, সেই দাবি জানালেন তিনি। কৃষকদের পাশে থাকার বার্তা দিয়ে ট্যুইট করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। নয়া আইন প্রত্যাহার না করলে রাজ্য ও দেশজুড়ে আন্দোলনে নামার হুঁশিয়ারিও দিলেন তৃণমূল সুপ্রিমো।