নিয়োগের দাবিতে ফের আন্দোলন টেটপাশ প্রার্থীদের

২০১৫ সালে টেট পাশ করলেও এখনো পর্যন্ত নিয়োগ হয়নি তাদের। ভোটের আগেই তাদের নিয়োগের দাবিতে আন্দোলন করে আবার জেলাশাসককে স্মারকলিপি তুলে দিল প্রার্থীরা।শিক্ষা মন্ত্রী আপনি দোষী- এই ভাষাতেই শিক্ষামন্ত্রীকে আক্রমণ করে আলিপুরদুয়ার জেলাশাসকের দপ্তরে সামনে থেকে মিছিল করে জেলা প্রাথমিক সংসদে সত্বর নিয়োগের দাবিতে স্মারকলিপি জমা করল ২০১৫ সালের টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীরা।

তাদের দাবি আমরা ২০১৫ সালের টেট পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি কিন্তু সে সময় আমাদের ডিএলএড কোর্স কমপ্লিট করা না থাকায় আমাদের নিয়োগ হয়নি ।পরবর্তীতে সংবাদমাধ্যমে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় আমাদের ভরসা দিয়েছিলেন যে ,আমাদের মত যারা টেট উত্তীর্ণ তারা যদি ডিএলএড সফলভাবে কমপ্লিট করে তাদেরকে ধাপে ধাপে নিয়োগ করা হবে ।শিক্ষা মন্ত্রীর প্রতিশ্রুতি মত আমরা নানান কষ্ট সহ্য করে অর্থের যোগান করে ডিএলএড কমপ্লিট করি। কিন্তু আজ পর্যন্ত আমাদের নিয়োগ করা হলো না। অবিলম্বে আমাদের নিয়োগ করতে হবে। আগে নিয়োগ পরে ভোট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *