নির্দেশিকা মেনে পূজিত হল মথুরাপুরের শতাব্দীপ্রাচীন রক্ষা কালি

কোভিড পরিস্থিতির সমস্ত নির্দেশিকা মেনে মানিকচকের মথুরাপুরে শতাব্দীপ্রাচীন রক্ষা কালি পুজো অনুষ্ঠিত হয় ।৩০০ বছরের এই সুপ্রাচীন ঐতিহ্যসম্পন্ন সার্বজনীন শ্রী শ্রী রক্ষা কালী পুজো প্রতি বছরের ন্যায় এ বছরও অত্যন্ত সমারোহ করে অনুষ্ঠিত হয়েছে ।সেখানে পুজো দিতে সপরিবারে সামিল হয়েছিলেন মালদা জেলা পরিষদের সভাধিপতি মাননীয় শ্রী গৌর চন্দ্র মন্ডল মহাশয়।

সভাধিপতি মহাশয় তাঁর বক্তব্যে জানিয়েছেন করোনা আবহে যথাযথ সামাজিক সচেতনতা অবলম্বন করে, মাস্ক-স্যানিটাইজার ব্যবহার করে আজকের এই রক্ষাকালী পুজোর আয়োজন করা হয়েছে। পুজো উপলক্ষে বহু লোকের সমাগম হয়েছে। মা রক্ষাকালী অত্যন্ত জাগ্রত। তিনি সকলের মনস্কামনা পূরণ করেন।মায়ের নিকট তিনি ব্যক্তিগতভাবে প্রার্থনা করেছেন সকলে যেন ভালো থাকে। পাশাপাশি সকলে ভাল থাকুক,সুস্থ থাকুক এবং জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সকলে পুজো উপভোগ করুক আপামর জনগণের উদ্দেশ্যে তিনি এই বার্তাই দিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *