বাংলা ইন্ডাস্ট্রিতে এই প্রথম আসতে চলেছে এমন একটি অনলাইন প্লাটফর্ম যা সমস্ত ইন্ডিপেন্ডেন্ট শিল্পী ও থিয়েটার কর্মীদের বহুল মাত্রায় সুযোগ করে দেবে। পেহেচান প্রোডাকশন হাউসের উদ্যোগে চিত্র পরিচালক বাবাই সেন, অভিনেতা অনিন্দ্য ব্যানার্জি, গীতিকার প্রাজ্ঞ দত্ত এবং গীতিকার ও সুরকার ঋষি চক্রবর্তীর তত্ত্বাবধানে আসতে চলেছে নতুন ওটিটি প্লাটফর্ম ‘আড্ডাবাজ’। এখানে থাকবে অসংখ্য ফিকশনাল, নন-ফিকশনাল কন্টেন্টের পাশাপাশি বাংলা থিয়েটারও। লকডাউনে থমকে যাওয়া শিল্প ও শিল্পীদের কর্মকান্ড আবার সচল করার লক্ষ্যে পেহেচান প্রোডাকশন হাউসের এই প্রচেষ্টা বিভিন্ন মহল থেকে প্রশংসা অর্জন করেছে।
পেহেচান প্রোডাকশন হাউসের পার্টনার চিরাগ কৌশিক জানান, বাংলা ভাষাকে আরও এককদম এগিয়ে নিয়ে যেতে বিনা পারিশ্রমিকে তাদের এই প্রচেষ্টার পাশে দাঁড়িয়েছেন ইন্ডাস্ট্রির অনেক শিল্পী। তাদের প্রতি আর্থিক সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে বিভিন্ন শিল্পীগোষ্ঠী ও কর্পোরেট সংস্থা।