ধর্মঘট সফল করতে বাদ রাখল না রেলকেও।কেন্দ্রীয় সরকারের বিভিন্ন জনবিরোধী নীতির প্রতিবাদে ডাকা ধর্মঘটের সমর্থনে রেল লাইন অবরোধ করে বিক্ষোভ দেখাল বাম-কংগ্রেস কৃষক ও শ্রমিক সংগঠনের সদস্যরা।
বৃহস্পতিবার সকালে জলপাইগুড়ি রোড স্টেশনের সামনে রেল লাইন অবরোধ করে বিক্ষোভ দেখান তারা। বিক্ষোভে নেতৃত্ব দেন কৃষক নেতা আজম আলি আব্বাস। রেল লাইন অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে রেল পুলিশের বিশাল বাহিনী। আন্দোলনকারীদের উঠিয়ে দেওয়ার চেষ্টা করেন তারা।
কৃষক নেতা আজম আলি আব্বাস বলেন, কেন্দ্রীয় সরকার জাতীয় সম্পত্তিগুলো কর্পোরেট সংস্থাগুলোর হাতে তুলে দিচ্ছে। অথচ দেশের মানুষকে পঞ্চাশ টাকা টিকিট কেটে প্ল্যাটফর্মে উঠতে হবে এমনটা মেনে নেওয়া যায় না। কেন্দ্রীয় সরকারের এমন নীতির বিরুদ্ধেই আমাদের মূল লড়াই।