দৈনিক ২.৮৭ লক্ষ মানুষ করোনা আক্রান্ত হতে পারেন ভারতে

সারা বিশ্বে ৮৪টি দেশে করোনা আক্রান্ত হবেন ২৪.৯ কোটি মানুষ, মারা যাবেন ১৭.৫ লক্ষ মানুষ বলেই রিপোর্টে পূর্বাভাস। টেস্টিংয়ের থেকেও কতটা সামাজিক দূরত্ব রাখা যায় তার ওপরেই আক্রান্তের সংখ্যা নির্ভর করবে বলে মনে করা হচ্ছে। 

 SEIR মডেল ব্যবহার করে এই সংখ্যাটি বলেছন বিজ্ঞানীরা। এতে তিনটি ফ্যাক্টর ধরা হয়েছে। এগুলি হল বর্তমান টেস্টি রেট ও রেসপন্স, যদি প্রতিদিন ০.১ শতাংশ করে টেস্টিং বাড়ে, তৃতীয়ত টেস্টিং যদি একই থাকে ও কন্টাক্ট রেট আট ধরা হয়। অর্থাৎ একজন আক্রান্ত মানুষের থেকে আটজন আক্রান্ত হতে পারে। ৮৪টি দেশের তথ্য নিয়ে এই রিসার্চ করা হয়েছে।

এভাবে চলতে থাকলে আগামী ফেব্রুয়ারি মাসে দিনে ২.৮৭ লক্ষ মানুষ করোনায় আক্রান্ত হবেন বলে মনে করা হচ্ছে। এমনটাই উঠে এসেছে প্রখ্যাত (এমআইটি) এর গবেষকদের সমীক্ষায়। যদি না কোনও টিকা বা ওষুধ বেরোয়, তাহলে ভারত সবচেয়ে ক্ষতির মুখে পড়বে বলেই সমীক্ষার আশঙ্কা। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *