দেশের বৃহত্তম সড়কসেতু বানাবে এলঅ্যান্ডটি

লোয়েস্ট বিডার হিসেবে লারসেন অ্যান্ড টুবরো ৩১৬৬ কোটি টাকায় ব্রহ্মপুত্র নদীর উপরে ২০ কিলোমিটার দীর্ঘ ৪ লেনের একটি সড়কসেতু নির্মাণ করবে। ধুবড়ি থেকে ফুলবাড়ি পর্যন্ত এনএইচ ১২৭বি বরাবর এই সেতুটি নির্মিত হবে ন্যাশনাল হাইওয়েজ অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের জন্য। সেতুটি আসাম ও মেঘালয় রাজ্যদুটিকে সংযুক্ত করবে। এটি হবে দেশের সর্ববৃহৎ সড়কসেতু (১৮.৩৬ কিলোমিটার)। এই প্রকল্পটি রূপায়িত হবে জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সির আর্থিক আনুকূল্যে। প্রকল্পটি রূপায়ণের দায়িত্ত্ব পেয়েছে ন্যাশনাল হাইওয়েজ অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড। ২০২৬-২৭ সাল নাগাদ সড়কসেতুটি নির্মাণের কাজ শেষ হয়ে যাবে বলে আশা করা হচ্ছে। আসাম ও মেঘালয়ের সঙ্গে দেশের বাকি অংশের যোগাযোগকারী সেতুটি ব্রহ্মপুত্রের দুই পারে অবস্থিত ধুবড়ি থেকে ফুলবাড়ির সড়ক পথের দূরত্ব প্রায় ২০৩ কিলোমিটার কমিয়ে দেবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *