আগামী ১৩ জানুয়ারি থেকে দেশে করোনাভাইরাসের টিকাকরণ প্রক্রিয়া চালু করতে তৈরি আছে কেন্দ্র জানাল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। এর জন্য প্রস্তুত রয়েছে সরকার। জানুয়ারির ৩ তারিখ সেরাম ইনস্টিটিউটের কোভিশিল্ড এবং ভারত বায়োটেকের কোভ্যাকসিন টিকা ব্যবহারে ‘শর্তসাপেক্ষে’ ছাড়পত্র দিয়েছে দেশের ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া।
স্বাস্থ্যমন্ত্রক ইতিমধ্যেই দেশ জুড়ে ভ্যাকসিনের ড্রাই রান বা মহড়া চালিয়েছে। অন্যদিকে, দেশে বেড়েই চলেছে করোনার বিলিতি স্ট্রেন। মঙ্গলবার প্রায় ২০ জনের দেহে পাওয়া গেল এই ভাইরাসের উপস্থিতি। এখনও পর্যন্ত দেশে এই স্ট্রেনে আক্রান্তের সংখ্যা হয়েছে ৫৮।