দুর্গাপুজোয় ভিড় সামাল দেওয়ার জন্য সোমবার কলকাতা হাইকোর্ট ঐতিহাসিক রায় দিয়েছিল। সেই রায় পুনর্বিবেচনার আবেদন জানিয়ে এ বার আদালতে যাচ্ছে ফোরাম ফর শারদোৎসব। কলকাতা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আবেদন বুধবার সকাল ১১.৩০ মিনিটে জমা দিতে চলেছে ফোরাম ফর দুর্গোৎসব।
তবে রিভিউ পিটিশন দাখিল করে আদালতে কী বলা হবে, তা নিয়ে আপাতত কিছু খোলসা করেননি সংগঠনের সাধারণ সম্পাদক শাশ্বত বসু। হাই কোর্টের রায়ে অখুশি পশ্চিমবঙ্গের শাসকদল তৃণমূল কংগ্রেস জানিয়েছে, এর ফলে তাদের দীর্ঘ দিনের প্রচেষ্টা ব্যাহত হয়েছে। রায়ের বিরুদ্ধে মঙ্গলবারই সুপ্রিম কোর্টে যাওয়ার বিষয়ে চিন্তাভাবনা করতে শুরু করে রাজ্য সরকার।
উল্লেখ্য, কোভিড পরিস্থিতিতে এ বছর পুজো মণ্ডপে দর্শনার্থীদের প্রবেশের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছে কলকাতা হাই কোর্ট। একই সঙ্গে মণ্ডপের ভিতরে শুধুমাত্র অল্প সংখ্যক উদ্যোক্তার প্রবেশে অনুমোদন দেওয়া হয়েছে।