দুঃস্থ মানুষদের প্রয়োজনীয় ব্যবহার্য পোশাক বিতরণ করলেন সমাজকর্মী বাপন দাস

পেশায় পুলিশকর্মী হলেও তাঁর পরিচয়ের খ্যাতি সমাজকর্মী হিসেবে। কোভিডে মাস্ক বিতরণ হোক, কিংবা রাজ্য ফেরত শ্রমিক সবমানুষকে যথাসাধ্য সাহায্যে সদা তৎপর বিধাননগর নিবাসী রাজ্য পুলিশের কর্মচারী বাপন দাস। এদিন মহানন্দা পাড় সংলগ্ন এলাকায় দুঃস্থ মানুষদের প্রয়োজনীয় ব্যবহার্য পোশাক বিতরণ করলেন তিনি। এই হাট বসাতে সহযোগিতা করেছে ইসলামপুর মহকুমা অফিসের কর্মী সুদীপ ভট্টশালী এবং তার সহধর্মিণী মৌসুমী সিংহ রায় ভট্টশালী ।

বাপন বাবু বলেন আজকে আমরা হাট বসিয়েছি মহানন্দা নদীর চরে যেটাকে ‘সিধু কানু চর’ বলে, যদিও এই গ্রামটি দার্জিলিং জেলায় অবস্থিত কিন্তু এই গ্রামের বাসিন্দারা ভোটাধিকার প্রয়োগ করে উত্তর দিনাজপুর জেলায় । শীত পড়তেই জামাকাপড় পেয়ে খুশি অসংখ্য গ্রামের মহিলা বয়স্ক এবং শিশুরা তারমধ্যে রাইতু মুন্ডা, অনিমা বাস্কে এবং বিপুল সরেন বলেন খুব ভালো লাগছে ঠাণ্ডা পড়েছে সেই মুহূর্তে বিনে পয়সায় এই জামা কাপড় গুলো পেলাম । মৌসুমী সিংহ রায় ভট্টশালী বলেন প্রতিটি বাড়িতে ব্যবহার যোগ্য অনেক জামাকাপড় থাকে সেই গুলো যদি আমরা বাপন দাসের মতো সমাজকর্মীর হাতে তুলে দিই। বাপন দাস বলেন প্রতিমাসে একবার হাট বসাবো বা ফেরিওয়ালা হবো যদি আপনারা শীতের গরম জামাকাপড় দিয়ে সাহায্য করেন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *