তৃনমূলের যোগ দিলেন বিজেপির রাজ্য যুব সভাপতি সৌমিত্র খাঁয়ের স্ত্রী সুজাতা মন্ডল। এদিন আচমকাই সৌগত বসু, কুনাল ঘোষের হাত ধরে তৃনমূল পতাকা তুলে নিলেন বিজেপি নেত্রী সুজাতা মন্ডল। বিজেপি সাংসদ তথা বিজেপির রাজ্য যুব সভাপতির স্ত্রীর তৃণমূলে যোগদান নিয়ে জোর চর্চা শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে। সূত্রের খবর বিজেপিতে কোনো পদ না পেয়েই এই পদত্যাগ এবং তৃণমূলে যোগদান । এদিন তৃণমূলে যোগদান করেই সুজাতা মন্ডল জানান বিজেপিতে যোগ্য সম্মান তিনি পাননি। তাঁর অভিযোগ, গত লোকসভা ভোটে হাড় ভাঙা পরিশ্রম করে নিজের স্বামীকে বিষ্ণুপুর লোকসভা ভোটে জেতালেও কোনো সম্মান জোটেনি তাঁর। তাই পুরোনো দলেই ফিরলেন তিনি।
নিজের স্ত্রী তৃনমূল যোগদান করতেই সাংসদ সৌমিত্র খাঁয়ের প্রতিক্রিয়া , তাঁর রাজনৈতিক সিদ্ধান্তে হস্তক্ষেপ করবে না স্বামী। সৌমিত্র জানান , বিজেপি নেতৃত্ব তাঁর নিজের থেকে স্ত্রীকেই বেশি সম্মান করতো। নিজ পত্নীর দলত্যাগ সম্পর্কে তিনি জানান, বিজেপিতে একই পরিবারের দুইজনকে পদ দেওয়ার নীতি নেই। তাই হয়তো পদের জন্য দল ত্যাগ করেছে। সূত্রের খবর তাদের পারিবারিক বিরোধের কারণেও স্ত্রী সুজাতা মন্ডল দলত্যাগ করে তৃণমূলে যোগ দেন।