ডুয়ার্সে আজ থেকে শুরু হল কার্নিভাল

উত্তরের পর্যটনে পাহাড় এবং ডুয়ার্স সমান্তরাল। এই ডুয়ার্সকে বিশ্ব মানচিত্রে তুলে ধরতে আজ আলিপুরদুয়ারে শুরু হল ডুয়ার্স ট্যুরিজম এন্ড কালচারাল কার্নিভাল। জানা গেছে এই কার্নিভাল দুসপ্তাহ ধরে চলবে। এই কার্নিভালে ডুয়ার্সের বিভিন্ন জনজাতি সংস্কৃতি, নৃত্য তুলে ধরা হবে বলে জানা গেছে। পর্যটনকে বিশ্বের দরবারে এগিয়ে নিয়ে যাবার উদ্দেশ্যে আজ থেকে আলিপুরদুয়ার জেলার রাজভাতখাওয়াতে শুরু হল ডুয়ার্স টুরিজম এণ্ড কালচারাল কার্নিভাল ২০২১ আগামী ১৫ দিন ব‍্যাপী ডুয়ার্সের বিভিন্ন পর্যটন কেন্দ্রে অনুষ্ঠিত হবে এই কার্নিভাল ।

রাজাভাতখাওয়া এলাকায় আজ কার্নিভালের শুভ সূচনা হয় যেখানে ডুয়ার্সের বিভিন্ন জনজাতি সাংষ্কৃতিক নৃত্য ও সাংষ্কৃতিক সঙ্গীত পরিবেশিত হয় এছাড়া এদিন রাজাভাতখাওয়াতে ডুয়ার্সের বিভিন্ন জনজাতির খাবারের স্টল বসেছে ।ডুয়ার্স টুরিজম এণ্ড কালচারাল কার্নিভালের পক্ষ থেকে রামকুমার লামা জানান ডুয়ার্সে বিভিন্ন জনজাতি মানুষের বসবাস তাদের প্রত‍্যেকের নিজেদের সংষ্কৃতি, বেশভূষা ,খাবার সব কিছুকে এখানে প্রদর্শন করা হচ্ছে এবং বিভিন্ন জনজাতির কালচারাল টুরিজমকে প্রমোট করা হচ্ছে । এদিনের এই কার্নিভালে প্রচুর পর্যটকদের সমাগম হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *