ট্রামে চলবে আর্ট গ্যালারি

ট্রামে শিশুদের পাঠাগারের পর এবার আগামী ডিসেম্বর থেকে ট্রামে শুরু হতে চলেছে আর্ট গ্যালারি যা ভারতে প্রথম। ট্রামের মধ্যেই চিত্রপ্রদর্শনীর আয়োজন করতে চলেছে রাজ্য পরিবহন সংস্থা। কোনো স্থায়ী প্রদর্শশালা নয়, চলমান ট্রামেই নিজেদের রঙ-তুলির আঁচড়কে তুলে ধরতে পারবেন শিল্পীরা। আপাতত ভারতেই শুধুমাত্র কলকাতায় ট্রাম চালু আছে।

পশ্চিমবঙ্গ পরিবহন নিগমের ম্যানেজিং ডিরেক্টর রাজনবীর সিং কাপুর বলেন, শিল্পীরা এবং স্বেচ্ছাসেবী সংগঠনগুলি কয়েকদিনের জন্য পুরো ট্রামই ভাড়া নিয়ে নিজেদের কাজের প্রদর্শনী করতে পারবেন। একদিনের জন্য পুরো ট্রাম ভাড়া করতে খরচ পড়বে ৩,৬০০ টাকা।

দর্শকরা ৬ টাকা টিকিটের বিনিময়ে ট্রামে শিল্পের সম্ভার দেখে আসতে পারবেন। মূল ধারণা হল যে শহরের একটি নির্দিষ্ট জায়গায় মানুষ শিল্প প্রদর্শনী দেখতে আসার পরিবর্তে শিল্পী প্রদর্শনীই কলকাতার বিভিন্ন জায়গায় পৌঁছে যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *