ট্রাক্টর রেলি ইসলামপুরে

কৃষি আইন প্রত্যাহারের দাবিতে ট্রাক্টর রেলিতে অংশ নিল কয়েকজহাজার মানুষ। জানা গেছে এদিন চাকুলিয়া বিধানসভার বিধায়ক আলী ইমরানের নেতৃত্ব এই ট্রাক্টর রেলি বের হয়। বুধবার এই রেলিকে কেন্দ্র করে সরগরম ছিল শহর ইসলামপুর।

বিধায়ক জানান ,ধর্ম এবং জাতের নামে মোদি সরকার যতই সাম্প্রদায়িক সুড়সুড়ি দিয়ে বিভাজন করতে চেষ্টা করুক তাতে আর কোনো কাজ হবে না। আজকে তাই সমস্ত কৃষক দল মত নির্বিশেষে এই আন্দোলনে শামিল হয়ে বুঝিয়ে দিয়েছে যে মোদি সরকারের নীতি আর কাজ করবে না ।এখানে হিন্দু মুসলিম শিখ ঈশাই আমরা সব ভাই ভাই হয়ে আছি। এখন সমস্ত কৃষক এক হযেই লড়াই করবো কেন্দ্রীয় নীতির বিরুদ্ধে।তিনি বলেন, এদিন প্রায় পঞ্চাশ হাজার মানুষ এবং হাজারো ট্রাক্টর করে কৃষকরা শামিল হয়েছেন এই আন্দোলনে। শহরজুড়ে মিছিল শেষে সাংবাদিকদের এমনই বলেন বিধায়ক আলি ইমরান রমজ ওরফে ভিক্টর।এদিন রেলির পাশাপাশি মহকুমা শাসককে একটি ডেপুটেশন দেয় বলেও দাবি বিধায়কের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *