টোটো চলার দাবিতে এবং বর্তমান আইন প্রত্যাহার করে টোটো চলতে দিতে হবে দাবি সমন পাঠকের

টোটো চলার দাবিতে এবং বর্তমান আইন প্রত্যাহার করে টোটো চলতে দিতে হবে এমনই দাবি জানিয়ে মহকুমাশাসককে স্মারকলিপি দেবে সিটু। এদিন সাংবাদিক সম্মেলন ডেকে আলোচনার মাধ্যমে সব টোটোকে আইনি স্বীকৃতি দেওয়ার দাবি তোলেন তিনি। তার দাবি, অনেকেই এই টোটো চালিয়ে সাংসার পালন করে।এমনকি অনেকে ব্যাঙ্ক খেকে ঋন নিয়ে টোটো কিনেছে টোটো বন্ধ করার সিদ্ধান্তে অনেকেই কর্মহীন হয়ে পড়বে।

উল্লেখ্য গত ১লা জানুয়ারি থেকে শিলিগুড়ির প্রধান রাস্তা গুলিতে টোটো চলাচলের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়।কিন্তুু সেই নিষেধাজ্ঞা কে অমান্য করে মূল রাস্তায় টোটো নিয়ে নিয়ে গেলে পুলিশ সেই টোটো গুলিকে আটক করে।এরফলে বিপাকে পড়ে টোটো চালকরা।বুধবার মাল্লাগুড়ির ক্ষুদিরাম মূর্তির পাদদেশে টোটো চালকরা একত্রিত হয়ে টোটো চলাচলের উপর যে নিষেধাজ্ঞা তা প্রত্যাহারের দাবি ও সঠিক সমাধের দাবি জানিয়ে সিটুর নেতৃত্বে স্মারক লিপি দিবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *