টুইটার জানিয়েছে তাদের ইন্টারনাল সিস্টেমকে টার্গেট করেছিল হ্যাকাররা। বৃহস্পতিবার ভারতীয় সময় ভোর রাতে জো বিডেন, ব্যারাক ওবামা, কিম কারদাশিয়ান, ইলন মাস্ক সহ অনেকের প্রোফাইল থেকে বিটকয়েনের জন্য টুইট করা হয়। একই রকমের টুইট বিভিন্ন সেলিব্রিটি প্রোফাইল থেকে আশায় সবাই বুঝতে পারেন যে এদের অ্যাকাউন্ট হ্যাক হয়ে গিয়েছে। বেশ কয়েক ঘণ্টা পর পরিস্থিতি শুধরোচ্ছে। কিন্তু ইতিমধ্যেই হ্যাকাররা প্রায় ১.২ লক্ষ ডলার তুলে নিয়েছে বাজার থেকে। টুইটার জানিয়েছে তাদের কর্মীদের হ্যাক করেই সেলেব প্রোফাইল থেকে পোস্ট করতে পেরেছিল সাইবার দুষ্কৃতীরা।
তার মাধ্যমেই অনেকে সেলিব্রিটি ভেরিফাইড হ্যান্ডেল থেকে পোস্ট করেতে পেরেছে তারা। যে সব কর্মীদের কাছে ইন্টারনাল সিস্টেমের অ্যাকসেস আছে তাদেরই নিশানা করেছিল সাইবার অপরাধীরা।
ভেরিফাইড অ্যাকাউন্টদের স্বার্থে কয়েক ঘণ্টা পোস্ট করার অ্যাকসেস তুলে নেয় টুইটার। কোনও সমস্যা নেই, সেই বিষয়ে নিশ্চিত হয়েই ধীরে ধীরে ফিরিয়ে দেওয়া হচ্ছে অ্যাকসেস বলে জানিয়েছে সংস্থা।