টিকাকরণ নিয়ে কড়া পদক্ষেপ নিল কেন্দ্র সরকার

দেশের করোনা সংক্রমণ রোধে টিকাকরণ অত্যন্ত জরুরি। তাই দৈনিক সংক্রমনের সংখ্যা হ্রাসে টিকাকরণের ওপরেই সব চেয়ে বেশি জোর দিচ্ছে কেন্দ্র সরকার। এরইমাঝে বার বার অভিযোগ উঠেছে টিকার অকাল এবং টিকার অপচয়ের। তাই এবার করোনা টিকাকরণ নিয়ে সংশোধিত নির্দেশিকা জারি করল কেন্দ্রীয় সরকার। সংশোধিত টিকানীতিতে প্রতিষেধকের অপচয়ে রাশ টানতে ময়দানে নামল কেন্দ্র। সেখানে ভ্যাকসিন নষ্ট রোধ করার বিষয়টির ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। মঙ্গলবার কেন্দ্রের তরফে কড়া ভাষায় জানানো হল, করোনাভাইরাস টিকার অপচয় করলে প্রতিষেধক প্রদানের ক্ষেত্রে নেতিবাচক প্রভাব পড়বে। অর্থাৎ মিলবে কম টিকা। তাছাড়া জনসংখ্যা, সংক্রমণ ও টিকাকরণের গতির ভিত্তিতে রাজ্যগুলিকে টিকা প্রদান করা হবে।

আগামী ২১ জুন থেকে কার্যকর হবে নতুন টিকাকরণ প্রকল্প। কেন্দ্রের তরফে জানানো হয়েছে, দেশের টিকা প্রস্তুতকারীদের থেকে ৭৫ শতাংশ প্রতিষেধক কিনবে কেন্দ্র। যা বিনামূল্যে প্রদান করবে রাজ্য সরকার বা কেন্দ্রশাসিত অঞ্চলগুলি। অগ্রাধিকারের ভিত্তিতে কোন রাজ্যকে কত টিকা প্রদান করা হবে, তা আগেভাগেই জানিয়ে দেওয়া হবে। রাজ্যগুলিও জেলা প্রশাসন এবং টিকাকেন্দ্রে আগেই সেই তথ্য জানিয়ে দেবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *