গভীর রাতে এটিএম লুঠ করতে এসে প্রহরারত নিরাপত্তারক্ষীকে অস্ত্র দিয়ে কোপাল দুষ্কৃতী দল। যদিও এটিএম লুঠ করতে পারে নি দুষ্কৃতীরা। শিলিগুড়ি শহরের অভ্যন্তরে জনবহুল জায়গায় এই ঘটনা ঘটায় স্থানীয় মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনায় বর্তমানে আহত নিরাপত্তারক্ষী হাসপাতালে চিকিৎসাধীন। তার অবস্থা গুরুতর বলে জানা গেছে।আহত গার্ডের নাম শফিরুল হক।
স্থানীয় সূত্রে জানা গেছে মঙ্গলবার ভোর রাতে সাড়ে তিনটে নাগাদ শিলিগুড়ি কোর্টমোড়ে একটি ব্যাংকে এটিএম লুঠের চেষ্টায় কিছু যুবক ঢোকে।তাদের হাতে রড, দা, স্ক্রু ড্রাইভার সহ বিভিন্ন অস্ত্র ছিল । প্রহরারত রক্ষী এটিএম লুঠে বাঁধা দিলে তারা নিরাপত্তারক্ষীকে আঘাত করে। হাসপাতাল সূত্রে জানা গেছে রক্ষীর শরীরে একাধিক আঘাতের ক্ষত চিহ্ন রয়েছে। মাথায় সেলাই পড়েছে।বর্তমানে ওই নিরাপত্তারক্ষী শিলিগুড়ি জেলা হাসপাতাল ভর্তি করা হয়েছে। এই ঘটনায় শিলিগুড়ি মেট্রোপলিটন থানার পুলিশ তদন্ত শুরু করেছে। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে । ব্যাংক এবং এটিএমের নিরাপত্তা রক্ষীরা নিজেদের নিরাপত্তারও দাবি তুলেছে।