অতি মূল্যবান ‘সাদা সোনা’র আবিষ্কার। অর্থনৈতিকভাবে সমৃদ্ধ দেশ হলেও জার্মানি খনিজ সম্পদে সমৃদ্ধ নয়৷ আর এই কারণে দীর্ঘদিন ধরে লিথিয়ামও আমদানি করতে হত এই দেশকে৷ কিন্তু বিশাল সাদা সোনার সন্ধান পাওয়াতে এখন থেকে আর জার্মানিকে অন্য দেশের দিকে তাকাতে হবে না। এতদিন তা আমদানি করে নিজের চাহিদা মেটাতো জার্মানি৷
সম্প্রতি থার্মাল ওয়াটার থেকে লিথিয়াম আহরণের উপায় আবিষ্কার করেছেন জার্মানির কার্ল্সিগফ্রুহে ইন্সটিটিউট অব টেকনোলজি-র বিজ্ঞানীরা৷ জানা গিয়েছে, জার্মানির দক্ষিণ-পশ্চিমের ওবারাইনগ্রাবেন-এর মাটির গভীর থেকে থার্মাল ওয়াটার তুলে তা থেকে বের করা হয়েছে লিথিয়াম৷ এক বিবৃতিতে কেটিটি বলেছে, ‘‘আমরা প্রতি লিটার থেকে ২০০ মিলিগ্রাম পর্যন্ত লিথিয়াম বের করতে পেরেছি৷”
মোবাইল ফোন, ট্যাব, ঘড়িসহ অনেক কিছুই লিথিয়াম ব্যাটারি ছাড়া চলে না৷ এই লিথিয়াম সব দেশে হয় না৷ বিশ্বের প্রায় ৮০ ভাগ লিথিয়াম হয় খনিজ সম্পদে সমৃদ্ধ দেশ চিলি, আর্জেন্টিনা, বলিভিয়া ও অস্ট্রেলিয়ায়৷ সাদা সোনার খনি এতটাই বড় যে অন্য দেশকে এখন থেকে জার্মানির উপর ভরসা রাখতে হবে।