জারি থাকবে তদন্ত, আরও বিপাকে বিরোধী দলনেতা

সময় ভালো যাচ্ছে না বিজেপি নেতাদের। বিপাকে পড়ছে বিজেপি দল। মুকুল রায়ের দল বদলের পর এবার আরও অস্বস্তিতে পড়ল বিজেপি। কাঁথি পুরসভা থেকে ত্রিপল চুরির ঘটনায় অস্বস্তি বাড়ল রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। ত্রিপল চুরি মামলায় এবার হাই কোর্টের দ্বারস্থ হলেন নন্দীগ্রামের বিধায়ক। এফআইআর খারিজ ও তদন্তে অন্তবর্তী স্থগিতাদেশ জারির জন্য কলকাতা হাইকোর্টে আবেদন জানিয়েছিলেন শুভেন্দু ও সৌমেন্দু অধিকারী। তবে তাঁর আবেদন খারিজ করেছে আদালত। এই মামলার পরবর্তী শুনানি ২২ জুন। অর্থাৎ বলা যায়, ত্রিপল চুরি কাণ্ডে আরও বিপাকে বিজেপি বিধায়ক। 

ঘটনার সূত্রপাত বেশ কিছুদিন আগে। যশ বা ইয়াস তাণ্ডব চালানোর পর কাঁথি পুরসভা থেকে ত্রাণের ত্রিপল চুরির অভিযোগ উঠেছিল শুভেন্দু ও সৌমেন্দু অধিকারীর বিরুদ্ধে। কাঁথি পুরসভার প্রশাসনিক বোর্ডের সদস্য এ বিষয়ে কাঁথি থানায় এফআইআর করেন। শুধু শুভেন্দু ও সৌমেন্দুই নন, অভিযোগ করা হয় কেন্দ্রীয় বাহিনীর কয়েকজন জওয়ানও এই ঘটনার সঙ্গে জড়িত। ঘটনার তদন্তে নামে পুলিশ। এই ঘটনায় রাজ্য-রাজনীতি উত্তপ্ত হয়। বিজেপিকে নিশানা করে তৃণমূল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *