জলপাইগুড়ি তে প্রচারে এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ “বহিরাগত দের এনে রাজ্যে করোনা ছড়ানো হয়েছে।”

বহিরাগত দের এনে রাজ্যে করোনা ছড়ানো হয়েছে। ৯৬ ঘন্টা আমার লস হয়ে গেছে। জলপাইগুড়ি তে দলীয় প্রার্থী ডাঃ প্রদীপ কুমার বর্মার হয়ে প্রচারে অভিযোগ করলেন তৃনমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়

জলপাইগুড়ি‌র বেরুবাড়ি সংলগ্ন সিপাহিপাড়া এলাকায় একটি ময়দানে বুধবার সভা করে‌ন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জলপাইগুড়ি সদর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী ডাঃ প্রদীপকুমার বর্মার সমর্থনে এই সভা করেন তিনি। যদিও তৃণমূল প্রার্থী ডাঃ প্রদীপকুমার বর্মা করোনা আক্রান্ত থাকা‌য় এই সভায় উপস্থিত থাকতে পারেননি। সভায় উপস্থিত ছিলেন জেলা তৃনমূল সভাপতি কৃষ্ণ কুমার কল্যাণী, বিজয় চন্দ্র বর্মন, সৈকত চ্যাটার্জী, তপন ব্যানার্জী সহ অন্যান্যরা। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় তার বক্তব্যে বলেন, বিজেপি হটাও, বাংলা বাঁচাও। তারপরে বাংলা বাঁচাও, দেশ বাঁচাও। পরপর হবে। তিনি বলেন, খেলাতো হবেই। আমার পায়ে এখনো চোট আছে, তাই আমি হুইল চেয়ারে করে মিটিং করছি। মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বলেন, আপনারা বলুন আমরা কেন ভোট চাইছি। কন্যাশ্রী করেছি, তাই ভোট চাইছি। রূপশ্রী করেছি, তাই ভোট চাইছি। বিনা পয়সায় সাইকেল দিয়েছি, তাই ভোট চাইছি। কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে এদিনও মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন খড়গহস্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *