জম্মু-কাশ্মীরে নতুন উপরাজ্যপাল হিসেবে নিয়োগ হলেন বিজেপি নেতা মনোজ সিনহা

জম্মু-কাশ্মীরে নতুন উপরাজ্যপাল হিসেবে নিয়োগ করা হচ্ছে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা মনোজ সিনহাকে। মনোজ সিনহা প্রাক্তন মন্ত্রী থাকার পাশাপাশি তিনবার সংসদে বিজেপির প্রতিনিধিত্ব করেছেন। রাষ্ট্রপতির প্রেস সেক্রেটারি অজয় কুমার জানান, জম্মু-কাশ্মীরের উপ-রাজ্যপাল হিসাবে মনোজ সিনহাকে নিয়োগ করেছেন রাষ্ট্রপতি।

প্রসঙ্গত ১৯৯৬ সালের মনোজ সিনহা প্রথমবার লোকসভার সাংসদ হয়েছিলেন। এরপর ১৯৯৯ সালে তিনি পুনরায় সংসদ হিসেবে নির্বাচিত হন। ১৯৮৯ সাল থেকে ১৯৯৬ সাল পর্যন্ত বিজেপি ন্যাশনাল কাউন্সিলের সদস্য ছিলেন তিনি।

জম্মু- কাশ্মীরে ৩৭০ ধারা অবলুপ্তির এক বছর পূর্তির দিনে ইস্তফা দিয়েছিলেন উপরাজ্যপাল গিরিশচন্দ্র মুর্মু। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ এই ইস্তফা গ্রহণ করেছেন। প্রসঙ্গত জম্মু কাশ্মীরের প্রাক্তন উপরাজ্যপাল জিসি মুর্মুকে কন্ট্রোলার এন্ড অডিটর জেনারেল পদে দায়িত্ব দেওয়া হতে পারে বলে মনে করা হচ্ছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *