করোনা আবহে কাজ হারিয়ে বেকায়দায় পড়েছে মালদা মেডিকেল কলেজের ৪২ জন সাফাইকর্মী। এই পরিস্থিতিতে দ্রুত পুনরায় নিয়োগের দাবি জানিয়ে মেডিকেল অফিসারকে চিঠি দিল নর্থ বেঙ্গল হরিজন ওয়েলফেয়ার অর্গানাইজেশন। জানা গেছে নয় বছর ধরে কাজ করে চলা মালদা মেডিকেল কলেজের প্রায় ৪২ জন সাফাইকর্মীকে ছাঁটাই করে দেওয়া হয়। এরই প্রতিবাদে সাফাইকর্মীরা এদিন মেডিকেল কর্তৃপক্ষ এবং জেলাশাসককে চিঠি দিয়েছে।
কর্মীদের অভিযোগ গত নয়বছর ধরে তারা মেডিকেল কলেজে কাজ করে চলেছে কিন্তু কিছুদিন আগে হঠাৎ করে তাদের ছাঁটাই করে দেওয়া হয়। এতে তাদের পরিবার চরম সমস্যায় পড়েছে।এদিন মালদা টাউন হলের সামনে নর্থ বেঙ্গল বাশফোর ও হরিজন ওয়েলফেয়ার অর্গানাইজেশন এর পক্ষ থেকে এক সাংবাদিক বৈঠক করে আগামী সোমবার থেকে বৃহত্তর আন্দোলনে নামার হুমকি দেওয়া হয় ।
কর্মীদের সংগঠনের পক্ষ থেকে জেলাশাসক এবং এমএসভিপিকে বারবার জানানো সত্ত্বেও পুনরায় তাদের কাজে নেওয়া হচ্ছে না ।ফলে সমস্যায় পড়েছেন সাফাই কর্মী এবং তাদের পরিবার। তাই আগামী সোমবার থেকে বৃহত্তর আন্দোলনে নামার হুমকি দিয়েছেন সাফাই কর্মীরা