চীন সীমান্তে কী হচ্ছে, যুক্তরাষ্ট্র-রাশিয়া-ফ্রান্সকে ব্যাখ্যা দিল ভারত

ভারত-চীন সীমান্তে সংঘাত চলছে এখনও। একদিকে যেমন দফায় দফায় দুই দেশের বৈঠক চলছে, অন্যদিকে এই সব বিষয় একাধিক দেশকে জানিয়েছে ভারত।

শুক্রবার জানা গেছে, ভারতের বিদেশ সচিব হর্ষ বর্ধন শ্রিংলা এই বিষয়ে যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানি, রাশিয়া, জাপানকে ব্যাখ্যা দিয়েছে। লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোলে ঠিক কী পরিস্থিতি তা জানানো হয়েছে। সীমান্ত সমস্যা সমাধানে গত এক সপ্তাহ ধরে কি আলোচনা হয়েছে তাও জানিয়েছে ভারত।

এদিকে, এক সাক্ষাৎকারে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও মন্তব্য করেন, ভারতের সীমান্ত কিংবা হংকং বা দক্ষিণ চীন সাগরে চীনের সাম্প্রতিক পদক্ষেপ থেকে দেশটির আচরণের ব্যাপারে ইঙ্গিত পাওয়া যায়। চীনের আচরণের প্রভাব কেবল সে দেশে ও হংকংয়ে বসবাসকারীদের ওপরই নয়, বরং পুরো দুনিয়ার মানুষের জীবনের ওপর পড়ছে। তিনি বলেন,  আমেরিকার দায়িত্ব এবং ক্ষমতা রয়েছে এর বিরুদ্ধে রুখে দাঁড়ানোর।

মাইক পম্পেও সীমান্তে শান্তিরক্ষায় ভারতের প্রচেষ্টাকে সাধুবাদ দিয়েছেন।

অন্যদিকে, জাপানের রাষ্ট্রদূত সাতোশি সুজুকিও জানিয়েছেন যে ভারতের সঙ্গে এই বিষয়ে কথা হয়েছে। আর তাতে স্ট্যাটাস কোড ভেঙে চীনের কোনও পদক্ষেপ নেয়ার বিরোধিতা করেছে জাপান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *