রাখিবন্ধন উৎসবে আর বাকি মাত্র কয়েকদিন। দেশজুড়ে পালন হবে রাখি বন্ধন উৎসব। কিন্তু সম্প্রতি লাদাখ সীমান্তে চিনের সঙ্গে যুদ্ধে শহীদ হন ২০ জন ভারতীয় সেনা। এই ঘটনায় চীনকে ধিক্কার জানিয়েই চীনা রাখির ব্যবহার বাতিলের সিদ্ধান্ত নিয়েছে কনফেডারেশন অব অল ইন্ডিয়া ট্রেডার্স।
বাতিল হবে চীনা রাখি এমনটাই বার্তা দেওয়া হল দ্য কনফেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেডার্স -র পক্ষ থেকে। এর জেরে চীন প্রায় ৪ হাজার কোটি টাকা ক্ষতির সম্মুখীন হতে চলেছে বলে দাবি করেছে সংশ্লিষ্ট সংস্থা। প্রতি বছর সিএআইটি চীন থেক বিপুল রাখি আমদানি করে। ব্যবহার হবে স্বদেশী রাখি।