চীনা দ্রব্য বয়কটের ডাক বণিক সংগঠনের

দশমীর নিরঞ্জনের শুভ বিজয়ার মধ্য দিয়ে এবার দেশজুড়ে দীপাবলির তোড়জোড় শুরু। আর এই তোড়জোড় শুরুর আগেই এবার চীনা দ্রব্য বয়কটের ডাক দিয়েছে দেশের ব্যবসায়ীরা। প্রতি বছরই দেওয়ালির আগে বিদেশি জিনিসের বয়কট এবং স্বদেশি জিনিস কেনার আহ্বান করে দেশের বিভিন্ন সংগঠনগুলি ।কিন্তু এবারের পরিস্থিতি সম্পুর্ন আলাদা। সম্প্রতি লাদাখ নিয়ে দুই দেশের উত্তেজনা, সেনা জওয়ানদের শহীদের খবরে চীনা দ্রব্যের বিক্রি অনেকটাই কমেছে দেশে। এছাড়াও কয়েকশো চাইনিজ এপ্লিকেশন বন্ধের পর এবার সেই পালে অনেকটাই হাওয়া লেগেছে। এই সুযোগে দেশের স্বদেশীয় সংস্থাগুলি চীনা দ্রব্য বর্জনের ডাক দিয়ে করোনা আবহে ধুঁকতে থাকা দেশের অর্থনীতিকে কিছুটা আশা জাগাতে তৎপর।তার ফলে চিনা রপ্তানিকারকদের ৪০ হাজার কোটি টাকা ক্ষতি হতে পারে বলে মনে করা হচ্ছে ।

দেওয়ালির উৎসবকে ঘিরে গোটা দেশের ৭০ হাজার কোটি টাকার পণ্য কেনাবেচা হয়। এই পণ্য কেনা বেচার সিংহভাগই হয় চিনা পণ্য। প্রায় ৪০ হাজার কোটি টাকার বিভিন্ন ধরনের জিনিস আসে চিন থেকে। কিন্তু চিনকে কোণঠাসা করতে এবার দেশিয় ব্যবসায়ীদের সংগঠন কনফেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেডার্স চিনা পণ্য বয়কটের ডাক দিয়েছে । এই সময় সোনা-রুপার গহনা থেকে উৎসবের প্রদীপ মোমবাতি মূর্তি ইত্যাদি চিনা পণ্যের উপর নির্ভরতা কমিয়ে সব যাতে দেশীয় পণ্য কেনা হয় তার ব্যবস্থা করা হচ্ছে। কারণ তাহলেই প্রধানমন্ত্রী আত্মনির্ভর ভারত গড়ার ডাক বাস্তবায়িত হবে। দীপাবলি সময় এই উদ্যোগটাকেই কাজে লাগাতে চেয়েছে ব্যবসায়ীদের সংগঠনটি।এই ব্যবসায়ী সংগঠনের দাবি তাদের সাত কোটি ব্যবসায়ী এই উদ্যোগে সামিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *