বিধানসভা নির্বাচনের আগে ‘মাস্টারস্ট্রোক’ দিতে পারে রাজ্য সরকার। বিধানসভার আসন্ন অধিবেশনে রাজ্য বাজেট পেশ করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর নিজেরই বাজেট ভাষণ পড়ার নজির কম। এই মর্মে রাজ্যপালের কাছ থেকে অনুমতি নিয়েছেন অর্থমন্ত্রী অমিত মিত্র ও বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। আজ ৫ ফেব্রুয়ারি বিধানসভায় বাজেট পেশ করা হবে।
৫ থেকে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত সংক্ষিপ্ত অধিবেশন ডাকা হবে বলে জানা গিয়েছে৷ খরচের অনুমোদন নেওয়া হবে আগামী তিন মাসের। অন্যদিকে, রাজ্য সরকারের ভোট অন অ্যাকাউন্ট বক্তৃতা বয়কটের সিদ্ধান্ত নিয়েছে বাম-কংগ্রেস জোট৷ এর আগে মুখ্যমন্ত্রী হিসেবে বিধানসভায় বাজেট পেশ করেছিলেন জ্যোতি বসু।