টাইপ ২ ডায়াবিটিস চিকিৎসায় ব্যবহারের জন্য গ্লেনমার্ক ফার্মাসিউটিক্যালস লিমিটেড ভারতে লঞ্চ করল রেমোগ্লিফ্লোজিন এটাবোনেট ও ভিল্ডাগ্লিপ্টিন-এর একটি ফিক্সড ডোজ কম্বিনেশন (এফডিসি)। এই কম্বিনেশনে ফিক্সড ডোজ হিসেবে রয়েছে রেমোগ্লিফ্লোজিন (১০০মিগ্রা) ও ভিল্ডাগ্লিপ্টিন (৫০মিগ্রা)। ঔষধটি দিনে দুইবার খেতে হবে। রেমো ভি ও রেমোজেন ভি – এই দুই ব্র্যান্ড নামে গ্লেনমার্ক ঔষধটি লঞ্চ করেছে। রেমোগ্লিফ্লোজিন + ভিল্ডাগ্লিপ্টিন ফিক্সড ডোজ কম্বিনেশন লঞ্চের ব্যাপারে বিশ্বে গ্লেনমার্কই প্রথম কোম্পানি এবং ভারতেই তা প্রথম প্রয়োগ হচ্ছে। ডিসিজিআই থেকে গ্লেনমার্ক এই ঔষধ ম্যানুফ্যাকচারিং ও মার্কেটিংয়ের অনুমোদন পেয়েছে। এইধরণের ঔষধের ক্ষেত্রে অন্য ব্র্যান্ডের দৈনিক চিকিৎসা ব্যয় ৭৮ টাকা হলেও গ্লেনমার্কের ঔষধটি লঞ্চ হচ্ছে টাবলেট-প্রতি মাত্র ১৪ টাকায়, অর্থাৎ দৈনিক চিকিৎসা ব্যয় হবে ২৮ টাকা। একইধরণের অন্যান্য কম্বিনেশন ড্রাগ অপেক্ষা এই চিকিৎসাব্যয় ৬৫ শতাংশ কম।