গাছ নিয়ে ব্যতিক্রমী আড্ডা

ব্যতিক্রমী আড্ডা। সাহিত্যবাসর, বইমেলা ,ফুলমেলা এসব সবাই শুনেছি।তবে গাছ নিয়ে আড্ডা? হ্যাঁ আজ কোচবিহারে একটি সামাজিক গ্রুপের সদস্যরা আড্ডা দিল। জানা গেছে এই গ্রুপের সদস্যরা আগামী দিনে গাছেমাটিতে উপযোগী গাছ রোপন , বৃক্ষরোপণ, পরিবেশ বিষয়ক কর্মশালা আয়োজনের সিদ্ধান্ত নেন।কোচবিহার এনএন পার্কে এদিনের এই আড্ডা অনুষ্ঠিত হয়।

আড্ডায় উপস্থিত ওই গ্রুপের সদস্য শর্মিষ্ঠা দে জানান,আজ সত্যিই খুব ভালো সময় কাটলো গাছতুতো বন্ধুদের সাথে।অনেকের সাথেই আজ প্রথম পরিচয় ,তবুও মনে হয় কতো দিনের চেনা। সকলের সাথে আড্ডা ,গাছ বিনিময় সব মিলে খুব ভালো একটা দিন কাটলো সবার সাথে।

তারা জানিয়েছেনিজেদের বাড়িতেই বৃক্ষ জাতীয় চারা গুলোকে অল্প বড় করে ( forest deperment থেকে যে চারা গুলো পাওয়া যায় তার গুণগত মান কম থাকে) পরবর্তী বর্ষায় বিভিন্ন স্থানে রোপন করব৷পরিবেশ বিষয়ক আরো বিভিন্ন কাজ আমরা একসাথে পরবর্তী কালে করে যাবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *