গত ২৪ ঘণ্টায় বাংলায় করোনা আক্রান্ত ১৪৩৫

সোমবার সন্ধেয় প্রকাশিত রাজ্য স্বাস্থ্য দফতর বলছে, সামান্য কমেছে ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হওয়ার সংখ্যা। এদিন সংখ্যাটা ১৪৩৫। গতকাল অর্থাৎ রবিবার এই সংখ্যাটা ছিল এযাবৎ সর্বোচ্চ, ১৫৬০। তার আগের দিন অর্থাৎ শনিবার রাজ্যে খোঁজ মিলেছিল ১৩৪৪ জন করোনা আক্রান্তের, শুক্রবার ১১৯৮ জন।

রাজ্যে এই পর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩১ হাজার ৪৪৮। গত ২৪ ঘণ্টায় ২৪ জন মারা গেছেন এ রাজ্যে। ফলে মোট মৃতের সংখ্যাও বেড়ে হল ৯৫৬। পাশাপাশি এদিন সুস্থ হয়ে উঠেছেন সর্বোচ্চ সংখ্যক রোগী। ৬৩২। এর ফলে রাজ্যে মোট কোভিডজয়ীর সংখ্যা দাঁড়াল ১৯ হাজার ২১৩। এই মুহূর্তে করোনা অ্যাকটিভ রয়েছে ১১ হাজার ২৭৯ জনের দেহে। রাজ্যের ডিসচার্জ রেট ৬১.০৯ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় রাজ্যে টেস্ট হয়ে ১০ হাজার ৩৫৯ জনের দেহে। মোট টেস্টের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬ লক্ষ ২৭ হাজার ৪৩৮। প্রতি ১০ লক্ষ জনসংখ্যার নিরিখে টেস্ট হচ্ছে ৬৯৭২ জনের। মোট ৫২টি ল্যাবে চলছে টেস্ট। কোভিড চিকিৎসা চলছে ৮০টি হাসপাতালে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *