কড়া লকডাউন কলকাতা জেলায়, চলেছে পুলিশি কড়াকড়ির

এই প্রথম পরপর দু’দিন লকডাউন হচ্ছে বাংলায়। আজ বৃহস্পতি ও কাল শুক্রবার লকডাউন রয়েছে রাজ্যে। কোভিড সংক্রমণের শৃঙ্খল ভাঙতে জুলাই মাস থেকেই নির্দিষ্ট দিনে কড়া লকডাউন প্রক্রিয়া শুরু করেছিল রাজ্য সরকার। এদিন সকাল থেকেই কলকাতা জেলায় সর্বত্র পুলিশি কড়াকড়ির ছবি দেখা গিয়েছে।

সকাল থেকে জনশূন্য কলকাতার রাস্তাঘাট। সেন্ট্রাল অ্যাভিনিউ, এজেসি বোস রোড, ইএম বাইপাস, রাসবিহারী, শ্যামবাজার থেকে বেহালা, যাদবপুর, গড়িয়া—সর্বত্র রাস্তার মোড়ে মোড়ে বসেছে পুলিশ পিকেট। কলকাতার একাধিক রাস্তায় এক তৃতীয়াংশ বন্ধ করে দেওয়া হয়েছে গার্ড রেল দিয়ে। একমাত্র জরুরি পরিষেবাই খোলা থাকবে এই দু’দিন।

কলকাতার পাশাপাশি জেলাগুলিতেও একই ছবি দেখা গিয়েছে এদিন। হাওড়া, হুগলি, দুই চব্বিশ পরগনা, দুই মেদিনীপুরের পাশাপাশি পূর্ব ও পশ্চিম বর্ধমানে পথে নেমেছে পুলিশ। উত্তর বঙ্গের জেলাগুলিতেও কড়া লকডাউন কার্যকর করতে পথে নেমেছে পুলিশ।

এ মাসে বেশ কয়েকবার দিনের বদল করেছে রাজ্য সরকার। শেষ লকডাউন হয়েছিল গত ৮ অগস্ট। মাঝে প্রায় দু’সপ্তাহ স্বাভাবিক ছিল জনজীবন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *