ধারাবাহিকভাবে বেড়ে চলেছে দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা। পরিস্থিতি জটিল থেকে জটিলতর হচ্ছে, মতামত বিশেষজ্ঞদের। বছর ঘুরতেই ফের গ্রাস করেছে করোনা আতঙ্ক। রীতিমতো ভয় ধরাচ্ছে দৈনিক আক্রান্তের সংখ্যা। সংক্রমণের ভয়ের এরমধ্যে বাড়ছে অক্সিজেনা পর্যাপ্ত পরিমাণে না মেলার ভয়। তার মধ্যেই একশ্রেণীর অসাধু ব্যবসায়ীরা নেমে পড়েছেন কালোবাজারি করতে। আর তাই এই কালোবাজারি বন্ধ করতে তৎপর রাজ্য প্রশাসন।
এক বৈঠকে অক্সিজেন নিয়ে যাতে রাজ্যে কোনও সমস্যা না হয় সেই বিষয়ে জেলার জেলাশাসকদের নজরদারির নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। অক্সিজেন সংক্রান্ত বিষয়ে রাজ্যের প্রশাসন–জেলা প্ৰশাসনের মধ্যে যাতে সবসময় যোগাযোগ থাকে সেদিকে লক্ষ্য রাখার কথাও বলেছেন মুখ্যসচিব।