ভারতবর্ষে কোভিড ভ্যাকসিন কোভ্যাক্সিনের তৃতীয় ট্রায়ালের জন্য স্বেচ্ছাসেবক হিসেবে এগিয়ে আসার জন্য আবেদন জানানো হয়েছিল সাধারণ মানুষকে। এবার সেই আবেদনে সাড়া দিয়ে স্বেচ্ছাসেবক হতে চাইলেন হরিয়ানার মন্ত্রী অনিল ভিজ। এই ট্রায়ালে শরিক হতে চান বলে জানিয়েছেন তিনি।
এমনিতেই অপরীক্ষিত কোনও ভ্যাকসিনের ডোজ নেওয়াটা বেশ ঝুঁকিপূর্ণ। কারণ, এর পার্শ্বপ্রতিক্রিয়া বিপজ্জনক হতে পারে। ষাটোর্ধ ভিজের জন্য সেই ঝুঁকি আরও বেশি। তবে সেসবের তোয়াক্কা না করেই অনিল ভিজ এই সিদ্ধান্ত নেন।
মন্ত্রীপদ পাওয়ার পর থেকেই একাধিক বিতর্কিত মন্তব্যের জেরে সংবাদের শিরোনামে থেকেছেন। কিন্তু এবার তিনি মন দিলেন ‘সত্যিকারে’র সমাজসেবায়। আগামী ২০ নভেম্বর থেকে হরিয়ানায় ভারত বায়োটেকের তৈরি কোভিড ভ্যাকসিন কোভ্যাক্সিনের তৃতীয় পর্যায়ের ট্রায়াল শুরু হচ্ছে।