কোন টিকা সবচেয়ে বেশি কাজ করছে

করোনার প্রকোপ থেকে বাঁচতে টিকাকরণ অত্যন্ত জরুরি। এই টিকাকরণের তালিকায় এখনও পর্যন্ত কোভ্যাকসিন ও কোভিশিল্ড, এই দুটি ভ্যাকসিনই ভারতে প্রয়োগ করা হচ্ছে। জানা যাচ্ছে, করোনা ভাইরাস আটকাতে ও শরীরে রোগ প্রতিরোধক ক্ষমতা গড়ে তুলতে যথেষ্ট সক্ষম ভূমিকা নিচ্ছে কোভিসিল্ড ও কোভ্যাক্সিন। কিন্তু এই দুই ভ্যাকসিনের মধ্যে তুলনামূলক বিচারে কোভিশিল্ডই বেশি করোনা প্রতিরোধে সক্ষম। করোনার টিকা প্রাপ্ত স্বাস্থ্য কর্মীদের ওপর গবেষণায় এই তথ্যই উঠে এসেছে। করোনা ভাইরাস ভ্যাকসিন ইনডিউসড অ্যান্টিবডি ট্রিটে বা কোভাডের গবেষণায় বলা হয়েছে, কোভ্যাক্সিনের তুলনায় কোভিশিল্ড নেওয়ার পর অ্যান্টি স্পাইক অ্যান্টিবডির ওপর সেরো পজিটিভিটি রেট অনেক বেশি।

মোট ৫৫২ জন স্বাস্থ্য কর্মীর ওপর এই গবেষণাটি করা হয়। গবেষণায় দেখা গিয়েছে, দু’টি টিকার দ্বিতীয় ডোজ নেওয়ার পর ৯৫ শতাংশ স্বাস্থ্যকর্মীদের শরীরে প্রতিরোধ ক্ষমতা গড়ে উঠেছে। যার মধ্যে কোভিসিল্ড টিকাদানকারীদের মধ্যে ৯৮ শতাংশ এবং কোভ্যাক্সিন টিকাদানকারীদের মধ্যে ৮০ শতাংশের শরীরে প্রতিরোধ ক্ষমতা গড়ে উঠেছে। চিকিৎসকদের মতে, দুই প্রতিষেধকই যথেষ্ট কার্যকরী তবে কার শরীরে কতটা অ্যান্টবডি তৈরি হচ্ছে, সেটা বুঝতে গেলে প্রত্যেকের আলাদা করে পরীক্ষা করা প্রয়োজন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *