কেন্দ্রীয় সরকারের সঙ্গে বুধবারের বৈঠক বাতিল করলেন কৃষক নেতারা

দিল্লি: কেন্দ্রীয় সরকারের সদ্য পাশ করানো তিনকৃষি আইন প্রত্যাহারের দাবিতে মঙ্গলবার ভারত বনধের ডাক দিয়েছিল কৃষক সংগঠনগুলি৷ সন্ধেবেলায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কৃষক নেতাদের বৈঠকে ডাকায় জট কাটার সম্ভাবনা তৈরি হয়েছিল৷ আসরে নেমেও কৃষক নেতাদের বোঝাতে ব্যর্থ হলেন অমিত শাহ৷ কিন্তু দু’ পক্ষই অবস্থানে অনড় থাকে৷ জটিল হল পরিস্থিতি৷

এর পর কেন্দ্রীয় সরকারের সঙ্গে বুধবারের বৈঠক বাতিল ঘোষণা করলেন বিক্ষুব্ধ কৃষক। নিজেরে মধ্যে বৈঠক করে পরবর্তী সিদ্ধান্ত জানাবেন আন্দোলনকারী কৃষকরা৷ যেহেতু সরকার আইন প্রত্যাহারে রাজি নয়, তাই নতুন করে আলোচনায় রাজি নন কৃষক নেতারা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *