কৃষি বিলের বিরুদ্ধে পথ অবরোধ করল বামফ্রন্ট

সারা দেশ জুড়ে বর্তমানে কৃষি বিল নিয়ে উত্তাল বিরোধীরা । কিছুদিন আগেই লোকসভা ও রাজ্যসভায় পাশ হয়েছে কৃষি বিল ।সেই বিল নিয়ে প্রথম থেকেই বিরোধীরা প্রতিবাদ করে আসছে । বিরোধীদের অভিযোগ কেন্দ্রীয় সরকারের নতুন কৃষি বিল দেশের কৃষকদের আরো ক্ষতিগ্রস্ত করবে । কৃষক বিরোধী বিল নিয়ে আজ রাজ্যজুড়ে প্রতিবাদ বিক্ষোভের ডাক দিয়েছে সারা ভারত কৃষক সমন্বয় কমিটি ।কৃষি বিলের বিরুদ্ধে আলিপুরদুয়ার জেলা জুড়ে আন্দোলনে নামলো বামফ্রন্ট।

কেন্দ্রীয় সরকার সম্প্রতি কৃষি বিল পাশ করেছে আর এই কৃষি বিলের বিরুদ্ধে এদিন আলিপুরদুয়ার জেলার প্রতিটি ব্লকে এক ঘণ্টা পথ অবরোধ করল বামফ্রন্ট। এদিন বামফ্রন্টের পক্ষ থেকে কালচিনি নিমতি মোড় এলাকায় পথ অবরোধ করা হয় । অপরদিকে মাদারিহাট ব্লকের রাঙ্গালিবাজলা এলাকায় ও বামফ্রন্টের পক্ষ থেকে পথ অবরোধ করা হয় ।

এছাড়া আলিপুরদুয়ার জেলার শামুকতলা,ফালাকাটা,কুমারগ্ৰাম সহ বিভিন্ন এলাকায় কৃষি বিলের বিরুদ্ধে পথে নামে বামফ্রন্ট ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *