#কীপগার্লসইনস্কুল প্রোগ্রাম

ভারতের অগ্রণী ফেমিনিন কেয়ার ব্র্যান্ড হুইস্পারের ফ্ল্যাগশিপ প্রোগ্রাম #কীপগার্লসইনস্কুল-এর আওতায় হুইস্পার ইউনেসকো’র সঙ্গে এক সহযোগিতার বন্ধনে আবদ্ধ হল। এর উদ্দেশ্য, মহিলাদের মধ্যে মেন্সট্রুয়াল হাইজিন ম্যানেজমেন্ট বিষয়ে সচেতনতার প্রসার ঘটানো। হুইস্পারের এই আন্দোলনের লক্ষ্য হল, পিরিয়ড সংক্রান্ত শিক্ষা ও সুরক্ষার অভাবে স্বপ্নপূরণের পথ থেকে সরে যেতে বাধ্য হয়েছে এমন ২.৩ কোটি স্কুলছুট বালিকার প্রতি সংশ্লিষ্ট সকলের দৃষ্টি আকর্ষণ করা। কমবয়সী মেয়েদের ক্ষমতায়নে বিশ্বাসী ভূমি পেদনেকার এই আন্দোলনে যুক্ত রয়েছেন। তিনি ভারতে মেন্সট্রুয়াল হাইজিনের অগ্রাধিকারের ব্যাপারটি তুলে ধরতে সক্রিয় ভূমিকা পালন করছেন।  

হুইস্পার ও ইউনেস্কো একটি ফিল্ম রিলিজ করেছে যাতে তুলে ধরা হয়েছে স্কুলের নিরীহ মেয়েরা তাদের সীমাহীন স্বপ্নের জগৎ থেকে কিভাবে পিছিয়ে পড়ছে তার বিবরণ – শুধু পিরিয়ড এডুকেশন ও প্রোটেকশনের অভাবে। এই ফিল্মটি মানুষকে উৎসাহিত করছে তারা যেন এই আন্দোলনে যোগ দিয়ে পরিবর্তনের প্রতিনিধি হয়ে যান। ইউনেস্কোর সঙ্গে হাত মিলিয়ে হুইস্পার কমবয়সী মেয়েদের জীবন সুন্দর করে তুলতে এবং ভারতে মেন্সস্ট্রুয়াল হাইজিনকে ১০০ শতাংশ গ্রহণীয় করার ব্যাপারে সক্রিয় ভূমিকা নিয়েছে। হুইস্পার গতবছর #কীপগার্লসইনস্কুল মুভমেন্ট লঞ্চ করেছিল। এর প্রভাব পড়েছিল ৪০ লক্ষ স্কুলের মেয়েদের উপরে। সেইসঙ্গে ২.৫ কোটি মানুষের মধ্যে সচেতনতা গড়া সম্ভব হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *