কাল থেকে রাজ্যে বজ্রপাত সহ বৃষ্টিপাতের সম্ভাবনা

আগামীকাল থেকে রাজ্যে বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানাল দিল্লির মৌসম ভবন। ইতিমধ্যেই বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে আজ থেকেই কলকাতা এবং কলকাতা সংলগ্ন এলাকায় কালো মেঘ সহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে । আর বিকেল থেকেই শুরু হবে তুমুল বৃষ্টি ৷এদিকে দিল্লির মৌসম বিভাগ ইতিমধ্যেই দেশের বিভিন্ন প্রান্তে তুমুল বৃষ্টি -র অ্যালার্ট জারি করেছে৷ সূত্রের খবর মঙ্গলবার থেকে ওড়িশায় প্রবল বৃষ্টি শুরু হবে৷ এছাড়া তেলেঙ্গানা, উত্তর কর্ণাটক, মধ্য মহারাষ্ট্র, রায়লসীমা, তামিলনাড়ু, পুদুচেরি, দক্ষিণ কর্ণাটক, উপকূলীয় কর্ণাটক, উপকূলবর্তী অন্ধ্রপ্রদেশ বজ্রগর্ভ মেঘের সঙ্গে বৃষ্টি হবে৷

মৌসম বিভাগ ইতিমধ্যেই অন্ধ্রপ্রদেশের জন্য অ্যালার্ট জারি করেছে ৷পশ্চিমবঙ্গে র বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ উপকূলের দিকে এগোচ্ছে এর জেরে সারা রাজ্যের বিভিন্ন এলাকায় আগামী কয়েকদিনে প্রবল বৃষ্টির সম্ভবনা জোরালো হচ্ছে৷ দুর্গাপুজোর সময় এমনিতেই করোনার কারণে দেবী প্রতিমা দর্শনে নিষেধাজ্ঞা জারি করেছে কলকাতা হাইকোর্ট৷ তারওপর এই প্রবল বৃষ্টিতে পুজোর পুরো আবহাওয়ায় একেবারের বিরূপ থাকার সম্ভবনা প্রবল ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *