করোনা রোগীকে ক্যাশলেস চিকিৎসার সুবিধা দেওয়া হোক

মঙ্গলবার আইআরডিএআই–এর পক্ষ থেকে বলা হয়েছে, যে করোনা ভাইরাস চিকিৎসায় নগদহীন সুবিধা দেওয়া হোক এবং বিমা অনুযায়ী যদি করোনা রোগীর বন্দোবস্ত এবং সুযোগ–সুবিধা না দেওয়া হয় তবে সেই হাসপাতালের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে। পরিষেবা স্তরের চুক্তির (‌এসএলএ)‌ অন্তর্গত পদক্ষেপ নেওয়ার পাশাপাশি সংশ্লীষ্ট সাধারণ ও স্বাস্থ্য বিমার পক্ষ থেকে দ্রুত হাসপাতালগুলির বিরুদ্ধে সংশ্লিষ্ট রাজ্য বা অঞ্চলের উপযুক্ত সরকারী এজেন্সিগুলিতে রিপোর্ট করতে বলা হয়েছে। জীবন বিমার ওয়েবসাইটে এই পদক্ষেপগুলি প্রকাশিত করা হতে পারে।‌ বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘বিমা সংস্থা যার সঙ্গে পরিষেবা স্তরের চুক্তিতে প্রবেশ করেছে সেই নেটওয়ার্ক সরবরাহকারী (হাসপাতাল) এর তালিকা বিমাকারী এবং টিপিএ এর ওয়েবসাইটে প্রকাশ করা হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *