সাড়া পৃথিবী জুড়ে করোনা আক্রান্তের সংখ্যা বাড়তেই চলেছে।চিন্তার ভাঁজ সারা পৃথিবীর তাবর তাবর বিজ্ঞানীদের।কিভাবে কবে করোনা ভ্যাকসিন আবিষ্কার হবে, বাজারে আসবে সে নিয়ে এখন সব দেশই চেষ্টা করছে নিজের সাধ্যমতো।শুরু হয়েছে করোনা ভ্যাকসিনের মানব ট্রায়াল।আর এর মানব ট্রায়ালে সাফল্য মিলেছে বলে দাবি করল রাশিয়ার এক বিজ্ঞানীদল।তারা বেশ কিছুদিন ধরে কিছু মানুষের উপর ভ্যাকসিন ট্রায়াল করছে,তাতে একদল মানুষ পুরোপুরী সুস্থ হয়েছে বলে দাবি করেছে রাশিয়া।সেইসঙ্গে ভ্যাকসিন আবিষ্কারে বিশ্বের প্রথম দেশ হিসেবে নিজেকে দাবিও করেছে বলে বিশ্বস্ত সূত্রের খবর।
রাশিয়ার সরকারি সংবাদ সংস্থা সূত্রে খবর, সে দেশের সেশনভ ফার্স্ট মস্কো স্টেট মেডিকেল ইউনিভার্সিটির গবেষকরা এ সাফল্য দেখিয়েছেন। রাশিয়ার গামালেই ইনস্টিটিউট অব এপিডেমিওলজি অ্যান্ড মাইক্রোবায়োলজির তৈরি এই ভ্যাকসিনের হিউম্যান ট্রায়াল শুরু হয় গত ১৮ জুন। ট্রায়ালে সফল হয়েছে ভ্যাকসিনটি। এমনটাই দাবি রাশিয়ার গবেষকদের