করোনায় চারিদিকে হাহাকার সৃষ্টি করেছে। রোজই কয়েক লক্ষ মানুষ নতুন করে এই মারণ ভাইরাসে আক্রান্ত হচ্ছেন। বিশিষ্ট ব্যক্তি থেকে সাধারণ মানুষ, কেউ রেহাই পাচ্ছে না ভাইরাসের প্রকোপ থেকে। এরই মধ্যে করোনা ভাইরাস সংক্রমণের জেরে এবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবারে শোকের ছায়া। প্রয়াত মুখ্যমন্ত্রীর মেজো ভাই অসীম বন্দ্যোপাধ্যায়। বেশ কিছুদিন ধরে করোনা আক্রান্ত ছিলেন তিনি। প্রায় ১ মাস ধরে ভর্তি ছিলেন বাইপাসের ধারে মেডিকা হাসপাতালে। এদিন সকালে তাঁর মৃত্যু হয়। কোভিডের বিরুদ্ধে যুদ্ধে হার মানলেন তিনি।
করোনাভাইরাস নিয়ম বিধি মেনেই আজ দুপুরে নিমতলা মহাশ্মশানে শেষকৃত্য সম্পন্ন হবে তাঁর। কালীঘাটে একই বাড়িতে থাকতেন মুখ্যমন্ত্রীর ভাই। এই ঘটনায় ৩০বি হরিশ চ্যাটার্জি স্ট্রিটের বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে। মুখ্যমন্ত্রীর মেজ ভাই অসীমের ডাকনাম কালী। রাজনৈতিক পরিবারে জন্ম হলেও রাজনীতির ময়দানে কোনওদিনই দেখা যায়নি ষাটোর্ধ্ব কালীবাবুকে।