করোনা পরিস্থিতিতে প্যান্ডেলে ভিড়ের মধ্যে ছড়াতে পারে ভাইরাস। এই পরিস্থিতিতে মণ্ডপে গিয়ে পুজো উপভোগ করা সম্ভব হবে কিনা তা নিয়ে সন্দিহান সাধারণ মানুষ। তাই এবার আর প্যান্ডেলে দর্শক নয় বরং ঠাকুর পৌঁছে দেবে সাধারণ মানুষের কাছে। এমনই অভিনব পন্থা অবলম্বন করছে যোধপুর পার্ক শারদীয় উৎসব কমিটি।
করোনা পরিস্থিতিতে সুরক্ষা এবং উৎসবের আনন্দ দুয়ের কথা মাথায় রেখেই পন্থা অবলম্বন করেছে দক্ষিণ কলকাতার এই পুজো কমিটি। কার্যকর্তারা জানান, শহর কলকাতার যে পাড়া থেকে পুজো দেখার ডাক পড়বে সেখানেই প্রতিমা সমেত উপস্থিত হয়ে যাবেন পুজো কমিটির এক থেকে দুই জন কার্যকর্তা। ঠাকুরের সঙ্গে সশরীরে উপস্থিত থাকবেন ঢাকি, পুরোহিত। ছাদ খোলা কোন গাড়িতে করে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়া হবে প্রতিমা।
যোধপুর পার্ক শারদীয় দুর্গোৎসব কমিটির সাধারণ সম্পাদক সুমন্ত রায় জানান, করোনা মহামারীর জেরে অনেকেই ঘর থেকে বার হতে ভয় পাবেন। তাই ঠাকুর নিয়ে শহরবাসী দোরগোড়ায় পৌঁছে যাওয়ার চিন্তা-ভাবনা করেছে যোধপুর পার্ক পূজা কমিটি।