অবশেষে বুধবার তা উন্মুক্ত হল বাংলাদেশ-ভারতের আকাশপথ। করোনা মহামারির কারণে এই আকাশপথ বন্ধ ছিল প্রায় দীর্ঘ সাত মাস। এই উড়ান চালনা সূচনার মধ্যে দিয়ে কাটল দীর্ঘ দিনের স্থবিরতা। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উড়ানের উদ্বোধন হয়। করোনা কালে সকল ধরনের স্বাস্থ্যবিধি মেনে দু’দেশের রাষ্ট্রীয় সিদ্ধান্ত অনুযায়ী ঢাকা থেকে চেন্নাই রুটে উড়ান চালনা শুরু করা হয়।
করোনা কালে চালু হল উড়ান
