মায়ের দান করা কিডনি কলকাতার একটি হাসপাতালে সফল প্রতিস্থাপন করে নতুন জীবন ফিরে পেলেন বাংলাদেশের বাসিন্দা উত্তম কুমার ঘোষ। এর আগে কোভিড- ১৯ নামের মারণ দস্যুর সঙ্গেও প্রবল লড়াই করতে হয় মা ও ছেলেকে অর্থাৎ কিডনি দাতা ও গ্রহীতাকে। তবে শেষ পর্যন্ত শেষ হাসি হাসতে পেরেছেন দুজনেই। উত্তম ঘোষ নিজের কিডনির সমস্যার চিকিৎসা করাতে জানুয়ারিতে মা কল্পনা এবং পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে নিয়ে কলকাতায় এসেছিলেন। আরএন টেগোর ইন্টারন্যাশনাল কার্ডিয়াক সায়েন্সেস ইনস্টিটিউটের কর্তৃপক্ষ জানিয়েছে, স্বাস্থ্য দফতরের থেকে ওই ব্যক্তির অঙ্গ প্রতিস্থাপনের জন্যে প্রয়োজনীয় ছাড়পত্র পাওয়ার পরে, ওই ব্যক্তির অস্ত্রোপচারের জন্য মার্চে একটি দিন নির্ধারণ করেন চিকিৎসকরা, কিন্তু হঠাৎই করোনা পরিস্থিতিতে লকডাউন জারি হয়ে যাওয়ায় সেই অস্ত্রোপচারের পরিকল্পনা আপাতভাবে স্থগিত করে দিতে হয়।