ভারতে করোনার ভ্যাকসিন দৌড়ে এখনও এগিয়ে রয়েছে ভারত বায়োটেকের তৈরি কোভ্যাক্সিন ও জাইদাস ক্যাডিলার জ়াইকভ-ডি। দেশের প্রথম সারি দুই ফার্মাসিউটিক্যাল কোম্পানিই মানব শরীরে টিকার পরীক্ষামূলক প্রয়োগ শুরু করে দিয়েছে। ট্রায়াল চলছে দেশের নানা জায়গায়। জাইদাস ক্যাডিলা সম্প্রতি জানিয়েছে, তাদের তৈরি টিকার দুই পর্যায়ের ট্রায়াল শেষ করতে অন্তত তিন মাস লাগবে। এই ট্রায়ালের রিপোর্টে সব ইতিবাচক থাকলে টিকা দেশের বাজারে চলে আসবে আগামী বছরের শুরুতেই।
গত ১৫ ফেব্রুয়ারি আহমেদাবাদের এই ফার্মাসিউটিক্যাল কোম্পানি জাইদাস ক্যাডিলা ঘোষণা করেছিল তারা করোনার টিকা তৈরি করছে। সংস্থার চেয়ারম্যান পঙ্কজ আর পটেল জানিয়েছেন, জ়াইকভ-ডি হল প্লাসমিড ডিএনএ ভ্যাকসিন। এই ভ্যাকসিন ক্যানডিডেট ডিজাইন করেছে সংস্থার ভ্যাকসিন টেকনোলজি সেন্টার (ভিটিসি)। ল্যাবরেটরিতে এই ভ্যাকসিনের প্রিক্লিনিক্যাল স্টেজের ট্রায়াল হয় পশুদের শরীরে। ইঁদুর, খরগোশ, গিনিপিগের শরীরে ভ্যাকসিন দিয়ে দেখা যায় তার ফল সন্তোষজনক। এইসব ট্রায়ালের রিপোর্ট দেখেই মানুষের শরীরে এই ভ্যাকসিনের পরীক্ষামূলক প্রয়োগের অনুমতি দেয় ড্রাগ কন্ট্রোল, রিভিউ কমিটি অন জেনেটিক ম্যানিপুলেশন ও সেন্ট্রাল ড্রাগ ল্যাবরেটরি।