ভারতের সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার তৈরি করোনা ভাইরাস ভ্যাকসিন কোভ্যাক্সিন ব্রাজিলে টিকা পাঠানোর জন্য উচ্ছ্বসিত ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বলসোনারো। ব্রাজিলের প্রেসিডেন্ট সেই ভ্যাকসিনকে রামায়ণের ‘সঞ্জীবনী বুটির’ সঙ্গে তুলনা করে ধন্যবাদ জ্ঞাপন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে।
বিশ্বব্যাপী প্রতিকূলতা অতিক্রম করার জন্য দুর্দান্ত বন্ধুকে পাশে পাওয়ায় ব্রাজিল গর্ববোধ করছেন ব্রাজিলের প্রেসিডেন্ট। ব্রাজিলের পাশে দাঁড়াতে পেরে ভারত ধন্য বোধ করছে বলে জানালেন প্রধানমন্ত্রীও। উল্লেখ্য, কেবল ব্রাজিল নয়, মরক্কোকেও ভ্যাকসিন দিয়েছে ভারত। দুই দেশকেই আপাতত ২০ লক্ষ করে ভ্যাকসিনের ডোজ দেওয়া হয়েছে।