ফেভিপিরাভিরের নতুন শক্তিশালী ভেরিয়েন্ট নিয়ে এসেছে এফডিসি লিমিটেড – পাইফ্লু ও ফ্যাভেঞ্জা। শুধুমাত্র প্রেস্ক্রিপশন-ভিত্তিক এই ড্রাগ সকল রিটেল মেডিকেল আউটলেট ও হসপিটাল ফার্মেসিতে পাওয়া যাবে ১ নভেম্বর থেকে। এই ড্রাগ মাইল্ড থেকে মডারেট কোভিড-১৯ কেসের চিকিৎসায় ব্যবহৃত হয়। ৮০০মিগ্রা ভার্সনের এই ড্রাগগুলি রোগীদের ট্যাবলেটের সংখ্যা প্রায় ৭৫ শতাংশ কমিয়ে দেবে। বর্তমানে রোগীদের প্রথম দিনে ১৮টি পিল খেতে হয়। তারপর ১৩ দিন ধরে প্রতিদিন ৮টি ট্যাবলেট নিতে হয়। ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া-অনুমোদিত ফেভিপিরাভির একটি ব্রড-স্পেক্ট্রাম অ্যান্টি-ভাইরাল এজেন্ট এবং তা ভাইরাল রেপ্লিকেশন প্রতিরোধ করে। এই ধরণের উদ্ভাবনের দ্বারা এফডিসি ভারতে কোভিড-১৯’এর বিরুদ্ধে লড়াই জারি রেখেছে।
১০ দিনের মধ্যে ৯২.৫ শতাংশ ক্ষেত্রে পাইফ্লু ও ফ্যাভেঞ্জা কোভিড-১৯’এর জটিল অবস্থায় পৌঁছাতে বাধা দেয়, যা ৫ দিনে ৬২.৫ শতাংশ। মাইল্ড থেকে মডারেট অবস্থার কোভিড-১৯ রোগীদের ক্ষেত্রে এই ওরাল অ্যান্টি-ভাইরাল ড্রাগ ভাইরাল রেপ্লিকেশন সাইকেল কমিয়ে দিয়ে দ্রুত ক্লিনিক্যাল রিকভারি নিশ্চিত করে।