দেশে স্বাস্থ্যকর্মী-সহ সকল কোভিড যোদ্ধাদের কোভিড ভ্যাকসিন দেওয়ার পরিকল্পনা করেছে সরকার। কিন্তু গতবারের বাজেটে টিকাকরণের খরচ বরাদ্দ না থাকায় জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত টিকাকরণের খরচ হচ্ছে PM CARES তহবিল থেকে। ২,২০০ কোটি টাকা দিচ্ছে PM CARES তহবিল। ইতিমধ্যে প্রায় ৩০ লক্ষ টিকাকরণ সেরে ফেলা হয়েছে। এপ্রিল থেকে টিকাকরণের খরচ দেবে সরকার। ১৬ জানুয়ারি থেকে দেশ জুড়ে শুরু হয়েছে টিকাকরণ।